ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জে বাসার ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
কিশোরগঞ্জে নবনির্মিত বাসার ছাদে পানি দিতে গিয়ে সাইফুল ইসলাম স্বপন (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (০২ এপ্রিল) রাত ১১টার দিকে শহরের বিন্নগাও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম স্বপন শহরের গৌরাঙ্গ বাজার এলাকার ইলেকট্রিক সরঞ্জাম বিক্রির ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, গত কয়েক মাস ধরে বড় ভাইয়ের নতুন বাসা তৈরির কাজ চলছিল। ঈদে নির্মাণ শ্রমিকরা ছুটিতে থাকায় তিনি নিজেই প্রতিদিন নবনির্মিত বাসার ছাদে পানি দিতেন। গতকাল বুধবার তিনি রাতে পানি দিতে ছাদে ওঠেন। দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে তার স্ত্রী ছাদে ওঠে দেখে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে আছে তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলায় তীব্র তাপদাহে হিট স্ট্রোকে গোলাম রাব্বানী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহত রব্বানী উপজেলার চিনাডুলি ইউনিয়নের পশ্চিম গিলাবাড়ী এলাকার বাসিন্দা। তিনি গুঠাইল বাজারে মরিচের ব্যবসা করতেন। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী গোলাম রাব্বানী। পরে তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, ওই ব্যবসায়ীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তবে আমরা ধারণা করছি অতিরিক্ত গরমের কারণেই উনার মৃত্যু হয়েছে।
এমআর
আপনার অনুসন্ধানকৃত ডাটা খোঁজে পাওয়া যায়নি
